নব-গঠিত নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা পুরণে সক্ষম হবে: হানিফ

নব-গঠিত নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা পুরণে সক্ষম হবে: হানিফ

আওয়ামীলীগের যুগ্ম-সাধারন মাহবুবউল আলম হানিফ এমপি

কুষ্টিয়াপ্রতিনিধি:  নব-গঠিত নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামীলীগের যুগ্ম-সাধারন মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, নতুন যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছেন তারা প্রত্যেকেই স্বস্ব ক্ষেত্রে সততা ও  বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তাদের এই বিচক্ষণতা ও সততা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকালে জাতির প্রত্যাশা পুরণে সক্ষম হবে। হানিফ আরো বলেন, আমাদের বিশ্বাস সকল রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুপারিশে যাচাই বাছাই করে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই যে নির্বাচন কমিশন গঠিত হলো। এই নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন নিয়ে আর কোন বিতর্কের সুযোগ থাকলো  না।

 শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে কুষ্টিয়া রোটারী ক্লাবে ভারত সরকার কর্তৃক প্রদানকৃত এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে যোগদিয়ে তিনি এসব কথা বলেন। এসময় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী,¡ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলামসহ রোটারী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।