জামিন পেলেন কিউকমের সিইও রিপন মিয়া

জামিন পেলেন কিউকমের সিইও রিপন মিয়া

কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া জামিন পেয়েছেন। গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে পাঁচ মাস আগে গ্রেফতার হওয়া রিপনের জামিন সোমবার মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন।গ্রাহকের টাকা ফেরত দেওয়ার আপসনামা জমা দেওয়ার পর তাকে এই জামিন দেওয়া হয় বলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রিপন মিয়ার আইনজীবী মো. শহীদ উদ্দিন। জামিন আদেশে বলা হয়েছে, মামলার বাদীপক্ষ ও আসামির মধ্যে আপস হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হলো।