চাহিদার তুলনায় ভোজ্যতেলের মজুত বেশি

চাহিদার তুলনায় ভোজ্যতেলের মজুত বেশি

ভোজ্যতেল

চাহিদার তুলনায় প্রায় দেড় মাসের ভোজ্যতেলের মজুত বেশি আছে। দেশের সাতটি রিফাইনারি মিলের তথ্য পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। পুরো রমজান মিলে দেশে ২ লাখ ৬৭ হাজার টন তেলের দরকার হবে। এর মধ্যে এখন পর্যন্ত মজুত ও সরবরাহ পর্যায়ে আছে ২ লাখ ৭৬ লাখ টন। সেক্ষেত্রে ৯ হাজার টন বেশি আছে। পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় আছে আরও ২ লাখ ৭২ লাখ টন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, আমরা অধিদপ্তরের তদারকি টিমের মাধ্যমে খুচরা থেকে পাইকারি পর্যায়ে ভোজ্যতেলের দামের তারতম্য ‘ট্র্যাক’ করেছি। মিল পর্যায়ে অভিযান পরিচালনা করে সরকারের বেঁধে দেওয়া দরে বিক্রি হচ্ছে কিনা তা সরেজমিন গিয়ে দেখেছি। কি পরিমাণ তেল তাদের কাছে আছে তা দেখেছি।