যশোরে টিসিবির পণ্য বিক্রি শুরু, প্রথম দিনে পাচ্ছে ৩৮ হাজার পরিবার

যশোরে টিসিবির পণ্য বিক্রি শুরু, প্রথম দিনে পাচ্ছে ৩৮ হাজার পরিবার

ছবি- নিউজজোন বিডি

যশোর প্রতিনিধি: আসন্ন রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য সরবারহ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপশহর বি-ব্লক বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

জেলা প্রশাসক জানান, জেলার ৮ উপজেলার সকল ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভায় আজ মোট ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে এ পণ্য সরবরহ করা হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে জেলার এক লাখ ৩৭ হাজার ৪৩৯ পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে। একইভাবে রমজান মাসে আরো একবার ভর্তুকি মূল্যে পণ্য পাবেন কার্ডধারীরা।

এদিকে উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু জানান, তার ইউনিয়নের ৯১৮জন টিসিবির পণ্য পাবেন। আজ দুটি স্থানে তাদের সকলকে পণ্য প্রদান করা হচ্ছে। আর বাজার মূল্যের চেয়ে কম দামে ও কোন রকম ঝামেলা ছাড়াই টিসিবি পণ্য পেয়ে খুশি গ্রহীতারা।