শিল্পকলা একাডেমিতে জাতীয় গণসংগীত উৎসব-২০২২ উদ্বোধন

শিল্পকলা একাডেমিতে জাতীয় গণসংগীত উৎসব-২০২২ উদ্বোধন

ছবি: সংগৃহীত

‘গণসংগীতের অঙ্গীকার—সাম্য সম্প্রীতির বাংলাদেশ’ স্লোগান নিয়ে ঢাকায় শুরু হয়েছে তৃতীয় জাতীয় গণসংগীত উৎসব। মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির মাঠে চার দিনের এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের ৪০টি সংগীত দলের প্রায় ৮০০ শিল্পী এ উৎসবে অংশ নিচ্ছেন। প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে। উৎসব চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।