কাজী অফিসে অভিযান, কাজী সহ ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

কাজী অফিসে অভিযান, কাজী সহ ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

কাজী অফিসে অভিযান, কাজী সহ ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

যশোর  শহরের দড়াটানা বাজারের কাছে অবস্থিত একটি কাজী অফিসে অভিযান চালিয়ে কাজী অফিসের কাজী সহ ২ জনকে জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ দুপুরে র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান সাংবাদিরকে জানান,আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বাল্য বিয়ে সহ কোর্ট ম্যারেজ সাইনবোর্ড লাগিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিলো, এমন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট  সৌম্য চৌধুরীর নেতৃত্বে ,র‌্যাব-৬এর সমন্বয়ে  ভ্রাম্যমান  আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে ভোক্তা অধিকার আদালতের আইন অনুযায়ী, ১০০০ টাকা জরিমানা ও পনের দিনের কারাদন্ড প্রদান করা হয়।

আটককৃতরা হলেন শহরের টালিখোলার বাসিন্দা মৃত সুলতান মুন্সির ছেলে কাজী অফিসের কাজী,ফিরোজ আহমেদও,অপরজন শহরের পালবাড়ীর বাসিন্দা আলাউদ্দিনের ছেলে নাজমুল হাসান।