চীনের সাংহাইয়ে করোনায় মৃত্যু বাড়ছে

চীনের সাংহাইয়ে করোনায় মৃত্যু বাড়ছে

চীনের সাংহাইয়ে করোনায় মৃত্যু বাড়ছে

চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণ  ও মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার নতুন করে আরো সাতজন করোনায় মারা গেছে।
সাংহাই কর্তৃপক্ষ সোমবার প্রথম করোনায় মৃত্যুর কথা ঘোষণা করে। মঙ্গলবার সরকারি হিসেবে এ সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

চীনের উহান শহরে ২০১৯ সালের নভেম্বরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন চীন জিরো টলারেন্স নীতিতে সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করে।কিন্তু এবারে কঠোর লকডাউন সত্ত্বেও চীন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

সাংহাই মিউনিসিপ্যল হেলথ কমিশন বলছে, করোনায় নতুন যে সাতজন মারা গেছে তাদের বয়স ৬০ থেকে ১০১ বছরের মধ্যে। এরা সকলেই হৃদরোগ কিংবা ডায়াবেটিসে ভুগছিল।

এদিকে কমিশন নতুন করে ২০ হাজার লোকের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। এদের অধিকাংশই উপসর্গহীন।
সাংহাইয়ের আড়াই কোটি বাসিন্দা গত মার্চ মাস থেকে কঠোর লকডাউনের আওতায় রয়েছে। ফলে অনেক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় খাদ্য সংকটের কথা তুলে ধরেছেন।

সূত্র: বাসস