ড্র দিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ

ড্র দিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচেও ড্র দিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। গতকাল রবিবার দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে এথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লস ব্ল্যাংকসরা। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে গেল তারা।

এদিন ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলায় বিরতির আগেই এগিয়ে যেতে পারত রিয়াল। কারণ ২০তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে টনি ক্রুসের নেওয়া শট প্রতিপক্ষের ক্রসবারে লেগে ফেরে। এরপর ৩৩তম মিনিটে আরো এগিয়ে যাওয়ার সুযোগ আসে। তবে এবারও রিয়ালের করিম বেনজেমার শট গোল লাইন থেকে ফেরান বিলবাওয়ের ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধেও ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। ৬০তম মিনিটে খুব কাছ থেকে নেওয়া নাচোর হেড বিলবাওয়ের ক্রসবারে লেগে ফেরে। এর ২৬ মিনিট পরই দানি কারবাহালের ক্রসে বদলি ফরোয়ার্ড লুকা জভিচের হেড লাগে বাম দিকের পোস্টে।

বাকিট সময়ে মরিয়া চেষ্টা করেও গোলের দেখা পায়নি রিয়াল।

এর ফলে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানেই থাকতে হয় রিয়াল মাদ্রিদকে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।