পক্ষপাতমুক্ত নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন : ইসি আহসান হাবিব

পক্ষপাতমুক্ত নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন : ইসি আহসান হাবিব

পক্ষপাতমুক্ত নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন : ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) বলেছেন, দুর্নীতি ও পক্ষপাতমুক্ত নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন। এজন্য আগামীকাল থেকে নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। একারণে নির্বাচন কমিশনাররা সারাদেশের অফিসগুলো পরিদর্শন করছেন এবং সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের দিক নির্দেশনা দিচ্ছেন।  আজ সকাল ১১ টায়  যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

তিনি আজ সকাল ১০টায় জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছান। এরপর তিনি কার্যালয় পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম।

পরে দুপুরে তিনি চৌগাছা উপজেলার ৬০ হাজার বাসিন্দাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।