যশোরে মেরিনার ঘাতক স্বামীকে আটকের দাবিতে মানববন্ধন

যশোরে মেরিনার ঘাতক স্বামীকে আটকের দাবিতে মানববন্ধন

যশোরে মেরিনার ঘাতক স্বামীকে আটকের দাবিতে মানববন্ধন

যশোর এম এম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, স্বামীর ছুরকাঘাতে নিহত মেরিনা খাতুনের ঘাতক স্বামী আনিছুর রহমান রিপনকে আটকের দাবিতে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে উপজেলার গড়ভাঙ্গা বাজারে এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে মেরিনার পরিবার ছাড়াও এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

উল্লেখ্য, গত ১২ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে আহত মেরিনা খাতুনের মৃত্যু হয়।