পাবনায় দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কায় বাসের ১০ পরীক্ষার্থী আহত

পাবনায় দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কায় বাসের ১০ পরীক্ষার্থী আহত

ছবি- নিউজজোন বিডি

পাবনা প্রতিনিধি: পাবনায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে বাসের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। বাসটি দুমড়ে মুচড়ে যায়।

শুক্রবার (২০ মে) বিকেল ৫টার দিকে পাবনা বাস টার্মিনালের সন্নিকটে ঢাকা-পাবনা মহাসড়কের লস্করপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মাছরাঙ্গা এক্সপ্রেস নামের বাসটি রাজশাহী থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে পাবনা টার্মিনালে ফেরার পথে মল্লিক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি খালি ট্রাকের সাথে সরাসরি ধাক্কা খায়। বাসের যাত্রীরা সবাই নার্সিং ভর্তি পরীক্ষা দিতে একই বাস নিয়ে রাজশাহীতে গিয়েছিলেন।

দুর্ঘটনায় বাসের ১০ শিক্ষার্থী আহত হয় এবং বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অধিকাংশ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। ট্রাকের সাথে বাসের ধাক্কার বিকট শব্দে শুনে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ছুঁটে গিয়ে আহত ও জ্ঞান হারানোদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।

আহত শিক্ষার্থীরা মোটামুটি ভালো আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিনুল ইসলাম জানিয়েছেন।