ডেস্কটপে গুরুত্বপূর্ণ আইকনের শর্টকাট ফেরানোর কৌশল

ডেস্কটপে গুরুত্বপূর্ণ আইকনের শর্টকাট ফেরানোর কৌশল

ছবি: সংগৃহীত

উইন্ডোজ ১১ ইনস্টলের পর ডেস্কটপে স্বয়ংক্রিয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ আইকনের শর্টকাট দেখা যায়, যেমন This PC, Recycle Bin ইত্যাদি। অনেক সময় বিভিন্ন কারণে আইকনগুলোর শর্টকাট ডেস্কটপ থেকে মুছে যায়। এ জন্য চিন্তার কিছু নেই, ডেস্কটপ আইকন সেটিংসের সাহায্যে সহজেই বিভিন্ন আইকন ডেস্কটপে ফিরিয়ে আনা যায়।

ডেস্কটপে গুরুত্বপূর্ণ আইকনের শর্টকাট ফেরানোর জন্য উইন্ডোজ ১১–তে চলা কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। এবার সার্চবারে Desktop Icon Settings লিখলে Themes and Related Settings অপশন দেখা যাবে। এবার সার্চ ফলাফলে বা পাশে থাকা Open বাটনে ক্লিক করতে হবে। এ ছাড়া উইন্ডোজের Settings অ্যাপ থেকে Personalization অপশনে ক্লিক করে Themes সেটিংস নির্বাচন করে থিম সেটিংস অপশন চালু করা যাবে। এরপর থিম পরিবর্তনের উইন্ডোর Related Settings হেডারের নিচের Desktop Icon Settings–এ ক্লিক করতে হবে।
ডেস্কটপ আইকন সেটিংস উইন্ডোতে বেশ কিছু আইকন পাওয়া যায়। আর তাই ডেস্কটপে যে আইকনগুলোর শর্টকাট রাখতে চান, সেগুলোর পাশে থাকা বক্সে টিকচিহ্ন দিয়ে OK বাটনে ক্লিক করতে হবে।