ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই হলে নতুন প্রভোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই হলে নতুন প্রভোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই হলে নতুন প্রভোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট অর্থনীতি বিভাগের প্রফেসর ড. দেবাশীষ শর্মা ও খালেদা জিয়া হলের নতুন প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (০১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন।

রেজিস্ট্রার দপ্তরের আফিসাদেশে বলা হয়, এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়া অবশ্যই তাদেরকে ক্যাম্পাসে বসবাস করতে হবে।

এর আগে শেখ রাসেল হলের প্রভোস্ট ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল ইসলাম ও খালেদা জিয়া হলের প্রভোস্ট ছিলেন আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল। তাদের উভয়কেই দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রভোস্টের দায়িত্ব পালন করায় বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

নতুন প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী বলেন, হলের ছাত্রীরা যাতে ভাল থাকে সেজন্য আমি তাদের পূর্ণ সহযোগিতা কাজ করব। আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সুচারুভাবে তা পালনের চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, দায়িত্ব পাওয়ার পর যোগদান করেছি। হলে যেসব জায়গায় কাজ করার সুযোগ আছে সেগুলো খুঁজে বের করে কাজ করার চেষ্টা করব। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।