নাইজেরিয়ায় ক্যাথোলিক গির্জায় হামলায় ৫০ নিহত

নাইজেরিয়ায় ক্যাথোলিক গির্জায় হামলায় ৫০ নিহত

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে রোববার একটি ক্যাথোলিক গির্জায় বন্দুকধারীদের বেপরোয়া হামলায় ৫০ নিহত এবং আরও অনেকজন আহত হয়েছেন। সরকার ও পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।

 নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলের ওন্দো রাজ্যের অয়ো শহরে সেন্ট ফ্রান্সিস ক্যাথোলিক গির্জায় সকালের প্রার্থনা চলাকালে ভয়াবহ এ সহিংস ঘটনা ঘটে। দেশটির অন্যান্য অঞ্চলে জিহাদি ও অপরাধী চক্র সক্রিয় রয়েছে।
এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস বলেন, তিনি এ হামলায় ৫০ জন নিহত হওয়ার কথা শুনেছেন। এদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। খ্রিস্টানদের পেন্টেকস্ট হলিডে উদযাপনকালে এ হামলা চালানো হয়।

তিনি বলেন, এ ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় পোপ ফ্রান্সিস হতাহতদের  এবং দেশের জন্য প্রার্থনা করেন।
এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।
খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে এ হামলার উদ্দেশ্য এবং নিহতের সংখ্যা জানা যায়নি। প্রেসিডেন্ট মুহাম্মামাদু বুহারি উপাসনাকারীদের ওপর এ ঘৃণ্য হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

পুলিশ মুখপাত্র ইবুকুন ওদানলেমি বলেন, ওই গির্জায় বন্দুকধারীদের হামলায় অজ্ঞাত সংখ্যক ভক্ত নিহত হয়েছেন। তবে আবায়োমি নামের এক প্রত্যক্ষদর্শী এ হামলায় কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন বলে এএফপি’কে জানান।