বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ-সমাবেশ

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ-সমাবেশ

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ-সমাবেশ

ভারতে হযরত মুহাম্মদ (সাঃ ) ও উম্মুল মুমিনীন হজরত মা আয়েশা (রা.)-এর নামে অপমানমূলক বক্তব্যের প্রতিবাদে ‘বিশ্বের সকল মুসলমান এক হও লড়াই কর, বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান’ এমন   স্লোগানে পাবনার চাটমোহর উপজেলায় ওলামা পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৪ জুন) চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড গোলচত্বর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড় আমতলায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে উলামা পরিষদের নেতৃবৃন্দ চাটমোহর বাসস্ট্যান্ডে উপস্থিত হন।

সমাবেশে দুই কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করে বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ  যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি  সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

বক্তারা বিশ্বনবী মুহাম্মদ (সা:) এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালকে ক্ষমা চাওয়ার আহবান এবং  সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানান।

উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে ও মুফতি আবু তালহার স ঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন মাওলানা আলতাব হোসেন, মাওলানা আব্দুল করিম, মুফতি মাওলানা মফিজ উদ্দিন, ক্বারী আরশেদ আলী, খতিব মুফতি ওবায়দুল্লাহ, হাফেজ নুরুল ইসলাম রঞ্জু, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, মুফতি আব্দুল খালেক, মুফতি শামসুল হক, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মোতালেব হোসেন প্রমুখ।