৫ জেলার মানুষ পানিবন্দী

৫ জেলার মানুষ পানিবন্দী

ছবি: সংগৃহীত

প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারো দেশের বিভিন্ন স্থানে বন্যার দুর্ভোগ দেখা দিয়েছে। সিলেট, সুনামগঞ্জ, রংপুর, নীলফামারী,কুড়িগ্রাম ও জামালপুর জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার শত শত গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে ভারতের গজলডোবা বাঁধের গেট খুলে দেয়ায় তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে জামালপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। বন্যা আক্রান্ত এলাকায় ফসলের ক্ষেত ও বীজতলা প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব জেলার আশপাশের নদনদীর পানি হু হু করে বাড়ছে।