মাঝ সুরমায় ভাসছে ট্রলার, পর্যটকদের বাঁচার আকুতি

মাঝ সুরমায় ভাসছে ট্রলার, পর্যটকদের বাঁচার আকুতি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সেখান থেকে ফেরার পথে বিপদে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একদল পর্যটক। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনদিন আগে টাঙ্গুয়ার হাওরে যান।

হঠাৎ করে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে একটি ট্রলারে করে ফেরার চেষ্টা করেন তারা। কিন্তু শিক্ষার্থী ও পর্যটকবহনকারী ট্রলারটি দুর্ঘটনার শিকার হওয়ার পর সেটি সুরমা নদীর মাঝে আটকা পড়েছে।

বর্তমানে ট্রলারে থাকা ওই সব পর্যটক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।  তাদের ভয় বন্যার কারণে সৃষ্ট ঢেওয়ের কারণে তাদের ট্রলারটি ডুবে যেতে পারে। এ কারণে বাঁচার আকুতি জানিয়ে দ্রুত তাদের উদ্ধার করতে অনুরোধ করেছেন তারা।  

জানা গেছে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ‘কপোতাক্ষ-অনির্বাণ’ নৌযানের মাধ্যমে তাদের উদ্ধার করে সিলেটের উদ্দেশে পাঠানো হয়।