শিক্ষক হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন

শিক্ষক হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন

ছবি- নিউজজোন বিডি

পাবনা প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাকান্ড ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জনসম্মুখে গলায় জুতার মালা পরানোর ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে  পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষকরা।

শনিবার (০২ জুলাই ) বাংলাদেশ শিক্ষক সমিত পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষকরা বলেন, গত ২৫ জুন ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে খেলার মাঠে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে তিনি মারা যান।

বক্তারা বলেন, শিক্ষক জাতির মেরুদন্ড আর আমরাই শিক্ষক হয়ে আজ লাঞ্ছিত। এই নির্মম হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি যাতে দেশে আর এরকম নির্মম হত্যাকান্ড যাতে না হয় সেদিকে সরকারের কাছে আমাদের আকুল আবেদন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি হেলেনা খাতুন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।