সর্বোচ্চ বেতন নিয়ে লিভারপুলেই সালাহ

সর্বোচ্চ বেতন নিয়ে লিভারপুলেই সালাহ

মিসরের ফুটবল-রাজপুত্র মোহাম্মদ সালাহ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিভারপুলেই থেকে গেলেন মিসরের ফুটবল-রাজপুত্র মোহাম্মদ সালাহ। শুক্রবার ক্লাবটির সাথে আরো তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। ফলে আগামী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।

গত মৌসুমজুড়ে লিভারপুলে সালাহর মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার হচ্ছিল। অবশেষে শেষ সময়ে এসে চুক্তি করলেন তিনি।

৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড ভূমধ্যসাগরে ছুটি কাটাচ্ছেন। ক্লাবের বেতন নিয়ে সন্তুষ্ট ছিলেন না। পরে একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেন এবং আলোচনার পর চুক্তি নবায়ন করেন। বলা হচ্ছে, লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন সালাহ!

ক্লাবের ওয়েবসাইটে সালাহ বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে, ক্লাবের হয়ে ট্রফি জিততে পেরেছি। সবার জন্য এটি একটি খুশির দিন ছিল।’

তিনি বলেন, ‘কিছুটা সময় লেগেছে, নতুন করে চুক্তি করতে। কিন্তু এখন সব ঠিকঠাক হয়েছে। এখন আমাদের শুধু সামনের দিকে তাকাতে হবে। আপনারা হয়ত দেখছেন, গত পাঁচ-ছয় বছর ধরে দল কতটা উন্নতি করছে এবং ভালো অবস্থানে আছে।’

সালাহ আরো বলেন, ‘যদি আমি পেছনের দিকে তাকাই, যখন আমি এসেছিলাম দল তখন তেমন কিছুই অর্জন করেনি। কিন্তু আপনাদের হয়ত মনে আছে, আমি আসার পর বলেছিলাম, আমি ট্রফি জিততে এসেছি। মনে হয়, আমরা অনেকগুলো ট্রফি জিতেছি এবং ভবিষ্যতে আরো জিতব।’

২০১৭ লিভারপুলে যোগ দেন সালাহ। এখনো পর্যন্ত ২৫৪ ম্যাচে ১৫৬টি গোল করেছেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ডকাপ, এফ এ কাপ ও লিগ কাপ।

সূত্র : আরব নিউজ