শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের ৬ দফা দাবি

শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের ৬ দফা দাবি

শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের ৬ দফা দাবি

হাজারো বিক্ষোভকারী দখল করে আছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন, তার কার্যালয় এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।১৯৪৮ সালের পর সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্দশায় পতিত হওয়া দ্বীপরাষ্ট্রটিতে চরম বিশৃঙ্খলা শুরু হয় শনিবার। এদিন দেশটির শক্তিশালী রাজাপাকসে গোষ্ঠীর ৭৩ বছর বয়সী সদস্য এবং দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।

এর পর থেকে বিক্ষোভকারীদের দখলেই রয়েছে প্রেসিডেন্টের প্রাসাদ। আর গোপন স্থানে রয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া।এই প্রেক্ষিতে বুধবার প্রেসিডেন্টের পদ ছাড়তে পারেন গোতাবায়া। আর সঙ্কট নিরসনে সর্বদলীয় বৈঠকে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও।

এদিকে, সঙ্কট নিরসনে পিপলস কাউন্সিল গঠনসহ ছয় দফা দাবি উপস্থাপন করেছেন শ্রীলঙ্কায় বিক্ষোভকারীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে :
১. প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

২. প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ও তার সরকারকেও অবিলম্বে পদত্যাগ করতে হবে।

৩. সর্বোচ্চ এক বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।

৪. জনগণের অধিকার সংরক্ষিত হয় এমন একটি সংবিধান গণভোটের মাধ্যমে প্রণয়ন করতে হবে। তা এক বছর সময়সীমার মধ্যে হতে পারে।

৫. প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে। এবং

৬. অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক উদ্দেশ্য হবে উপরোক্ত প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা।

সূত্র : আলজাজিরা