মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা : গেটকিপার সাদ্দামকে বরখাস্ত

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা : গেটকিপার সাদ্দামকে বরখাস্ত

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা : গেটকিপার সাদ্দামকে বরখাস্ত

মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গেটকিপার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘দায়িত্ব অবহেলার অভিযোগে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করেছে। এ জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

শুক্রবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এরই মধ্যে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গেটম্যান ছিলেন না। তখন তিনি জুমার নামাজে ছিলেন।

শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করা হয়।দায়িত্বে অবহেলার অভিযোগ এনে গেটকিপার সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করে মামলাটি করেন রেলওয়ে পুলিশের এএসআই মো: জহির।