মোদির প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী

মোদির প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী

সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে জাপানের মারুতি সুজুকির উপস্থিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে রোববার গুজরাট এবং হরিয়ানায় মারুতি সুজুকির নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। 

মারুতি সুজুকির নতুন প্রকল্পের জন্য একটি ভিডিও বার্তা পাঠান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, ভারতের জনগণ এবং সরকারের সমর্থনের জন্যই মারুতি সুজুকির এই সাফল্য। আর এর জন্য আমরা ঋণী। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উৎপাদন খাতের জন্য বিভিন্ন সহায়তামূলক পদক্ষেপ করা হয়েছে। এর কারণে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঊর্ধ্বমুখী হয়েছে।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিলে আমরা দুই দেশের কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করব। উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বাস্তবায়নের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা এই ক্ষেত্রে প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।