চীনসহ কয়েকটি দেশ নিয়ে বিশাল সামরিক মহড়া চালাবে রাশিয়া

চীনসহ কয়েকটি দেশ নিয়ে বিশাল সামরিক মহড়া চালাবে রাশিয়া

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীন ও কয়েকটি দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। ভস্টক ২০২২ (ইস্ট ২০২২) নামের মহড়াটি রাশিয়ার দূর প্রাচ্য এবং জাপান সাগরে হবে। ১-৭ সেপ্টেম্বর হওয়া এই মহড়ায় ৫০ হাজারের বেশি সৈন্য, ১৪০টি বিমান, ৬০টি রণতরীসহ পাঁচ হাজার উইপেন্স ইউনিট অংশ নেবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিওও প্রকাশ করেছে। এতে মহড়ার জন্য রাশিয়ায় চীনা সৈন্যদের অবতরণের দৃশ্য দেখানো হয়েছে।

এতে চীন ছাড়াও ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া, সিরিয়া এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোও অংশ নেবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ এয়ারবোর্ন সৈন্য, দূরপাল্লার বোমারু ও সামরিক কার্গো বিমান এতে অংশ নেবে।

গত মাসে রুশ মন্ত্রণালয় এই মহড়ার কথা প্রথমে ঘোষণা করেছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামুদ্রিক যোগাযোগ ও সমুদ্র অর্থনৈতিক কার্যক্রম সুরক্ষা করার এটি একটি যৌথ প্রয়াস।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেজান্ডার ফোমিন বিদেশি সামরিক অ্যাটাশেদের এক সভায় বলেন, বিশেষ কোনো দেশ বা সামরিক জোটকে কেন্দ্র করে এই মহড়ার আয়োজন করা হচ্ছে না। তিনি বলেন, জাপান সাগরের উত্তর ও মধ্য অংশ মহড়া চলবে।

সূত্র : আলজাজিরা