গ্রিসকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের

গ্রিসকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান গ্রিসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশটি যদি এজিয়ান সাগারে তুর্কি জঙ্গি বিমানগুলোকে হয়রানি করা অব্যাহত রাখে তবে তাকে ‌'চড়া মূল্য' দিতে হবে। সেইসাথে তিনি সামরিক পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতও দিয়েছেন।

ন্যাটোর সদস্য এই প্রতিবেশী দেশ দুটি বেশ কিছু দিন ধরে সাগর ও আকাশের সীমানা নিয়ে বিরোধে রয়েছে। তুর্কি উপকূলের কাছে গ্রিক দ্বীপপুঞ্জের আশপাশে প্রায় দিনই উত্তেজনার সৃষ্টি হয়। ভূমধ্য সাগরে জ্বালানি অনুসন্ধান, সাইপ্রাস বিভক্তি নিয়েও দুই দেশর মধ্যে উত্তেজনা রয়েছে।

এরদোগান শনিবার কৃষ্ণসাগরীয় সমুদ্র নগরী সামসুনে এক জনাকীর্ণ সমাবেশে বলেন, 'এ গ্রিস, ইতিহাসের দিকে তাকাও। যদি সামনে ওগোয়, তবে চড়া মূল্য দিতে হবে।'

গত সপ্তাহে গ্রিস তার রুশ-নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তুর্কি জঙ্গি বিমানকে হয়রানি করে। তুরস্ক এটাকে বৈরী তৎপরতা হিসেবে অভিহিত করে।

এরদোগান তার বক্তৃতায় এ বিষয়ে বলেন, গ্রিস 'এস-৩০০এস দিয়ে আমাদের হুমকি দেয়ার চেষ্টা' করছে।

অ্যাথেন্স ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, তুরস্কই বরং গ্রিক দ্বীপপুঞ্জগুলোর আকাশসীমা লঙ্ঘন করে।

সূত্র : আলজাজিরা