ইউক্রেনের প্রতি সমর্থন দেয়ায় চেক সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

ইউক্রেনের প্রতি সমর্থন দেয়ায় চেক সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

ইউক্রেনের প্রতি সমর্থন দেয়ায় চেক সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

দেশের মানুষের সমস্যা বাদ দিয়ে ইউক্রেনের প্রতি বেশি মনোযোগ দেয়ার কারণে চেক প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বক্তব্যের বিরোধিতা না করারও প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ মিছিল থেকে।

গতকাল শনিবার প্রাগের ঐতিহাসিক ওয়েনসেসলাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিক্ষোভকারীরা দেশের জনগণ বাদ দিয়ে ইউক্রেনের প্রতি বেশি মনোযোগ দেয়ার জন্য সরকারকে অভিযুক্ত করেন এবং পেত্রো ফাইলার নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী সরকারের পদত্যাগ দাবি করেন। বর্তমান সরকার গত ডিসেম্বর মাসে ক্ষমতায় এসেছে।

দেশের ব্যাপক মুদ্রাস্ফীতি, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দেশে বিপুল সংখ্যক ইউক্রেনের শরণার্থী গ্রহণ করার বিরুদ্ধে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা বলেন, চেক প্রজাতন্ত্রের উচিত ছিল ইউক্রেন ইস্যুতে সামরিকভাবে নিরপেক্ষ থাকা। এছাড়া, বিক্ষোভকারীরা গ্যাসের সঙ্কট সমাধানের জন্য সরাসরি রাশিয়ার সাথে যোগাযোগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষাভকারীরা শীত আসার আগেই গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর জোরালো দাবি জানান। তারা বলেন, এ দুই খাতে সরকার বিশেষ পদক্ষেপ না নিলে দেশ ধ্বংস হয়ে যাবে।

সূত্র : পার্সটুডে