কুষ্টিয়ায় বিষ প্রয়োগে ১৫ লক্ষ টাকার মাছ নিধন

কুষ্টিয়ায় বিষ প্রয়োগে ১৫ লক্ষ টাকার মাছ নিধন

কুষ্টিয়ায় বিষ প্রয়োগে ১৫ লক্ষ টাকার মাছ নিধন

কুষ্টিয়া সদর উপজেলার  মহাশ্মশান সংলগ্ন কালিগঙ্গা লেকে বিষ প্রয়োগে  ১৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। প্রায় সাড়ে তিন একর জলাকারে তিন বছরের লিজ চুক্তিতে মাছের চাষাবাদ করে স্থানীয় ৩০টি পরিবার। গতকাল ৬ই সেপ্টেম্বর বিকাল থেকেই লেকে মাছ ভাসতে শুরু করলেও আজ ব্যাপক হারে মৃত মাছ ভাসতে থাকে। স্থানীয়রা জানান, প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাছ ভেসে উঠেছে।

এ ব্যাপারে এই লীজ কারি মোঃ জিয়াউল হক জিয়া জানান, প্রায় ৮লক্ষ টাকার বিনিময়ে জেলা প্রশাসন থেকে লিজ নেওয়া হয়েছিল এই লেক।  সাথে বিভিন্ন সময়ে প্রায় ১৪ লক্ষ টাকার মাছ ছাড়া হয় এখানে।  এর উপরই ৩০টা পরিবার জীবিকা নির্বাহ করে। এই বিষ প্রয়োগে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকার মতো। এমত অবস্থায় পথে বসার কথা জানালেন তিনি। এ ঘটনায় দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া দাবি জানান তিনি। তিনি আরো জানান, এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।