কুষ্টিয়ায় বিপ্লবী বীর বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ায় বিপ্লবী বীর বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী  উদযাপন

কুষ্টিয়ায় বিপ্লবী বীর বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী বীর  বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির আয়োজনে ও কয়া বাঘা যতীন থিয়েটারের সহযোগিতায় শনিবার সকালে কয়া মহাবিদ্যালয়ে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কয়া মহাবিদ্যালয় সংলগ্ন বাঘা যতীনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে  নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এছাড়া বিশেষ  অতিথি ছিলেন সভাপতি মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশিয় গণসম্মেলন, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি ,শাহরিয়ার কবির,  কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য  ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ অন্যান্যরা।