টানা বৃষ্টিতে বাগেরহাটের মৎস্য খাতে ৩ কোটি টাকার ক্ষতি

টানা বৃষ্টিতে বাগেরহাটের  মৎস্য খাতে ৩ কোটি টাকার  ক্ষতি

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে বাগেরহাটে প্রায় আট হাজার মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে  প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিন থেকে এ তথ্য পাওয়া যায়।

জেলা মৎস্য বিভাগ জানান, গত রোববার সকাল থেকে টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে চাষিদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় বাগেরহাট সদর, মোংলা, মোরেলগঞ্জ, রামপাল উপজেলার কয়েক হাজার চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ঘেরের পাড়ে ও খেতে থাকা সবজির বেশ ক্ষতি হয়েছে।

চাষিরা জানান, চলমান বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত ঘের ও ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এ বিষয়ে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল বলেন, মাঠ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দুপুর পর্যন্ত বাগেরহাটে জেলার বিভিন্ন উপজেলায় ৮ হাজার মৎস্যঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।