তাজিক-কিরগিজ যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৮১

তাজিক-কিরগিজ যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৮১

সংগৃহীত

তাজিকিস্তান ও কিরগিজস্তানের মধ্যকার সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮১ হয়েছে। তাজিকিস্তান জানিয়েছে, এতে তাদের ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তাজিক পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেইজে জানায়, নিহত ৩৫ বেসামরিক নাগরিকের মধ্যে নারী, শিশুও রয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরো ১৩৯ জন নিহত হয়েছে। মন্ত্রণালয় আগে নিহতের সংখ্যা ২৪ বলে জানিয়েছিল।

এদিকে কিরগিজ পক্ষ নিহতের সংখ্যঅ ৪৬ বলে জানিয়েছে।
এর ফলে মধ্য এশিয়ার দেশ দুটির মধ্যে কয়েক বছরের লড়াইয়ে এবারই সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটল।

কিরগিজস্তান জানিয়েছে, তারা তাজিক সীমান্ত থেকে এক লাখ ৩৬ হাজার লোককে সরিয়ে নিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে 'আর উত্তেজনা না বাড়ানোর' আহ্বান জানিয়েছেন।

মধ্য এশিয়ার দেশগুলোর নেতাদের সাথে ফোন কলে পুতিন শান্তিপূর্ণভাবে, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে যত দ্রুত সমস্যাগুলোর সমাধানে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তাজিকস্তান ও কিরগিজস্তান উভয়েই রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গ্যানাইজেশনের (সিএসটিও) সদস্য। কিন্তু তবুও তাদের মধ্যে নিয়মিতভাবে উত্তেজনা বিরাজ করে।

গত শুক্রবার তারা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও লড়াই অব্যাহত থাকে।
সূত্র : আলজাজিরা