যশোরে এক কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

যশোরে এক কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

সংগৃহীত

সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারদর এক কোটি ৬৮ লাখ টাকা। 

মঙ্গলবার আমড়াখালী বিজিবি পোস্টে এলাকা থেকে স্বর্নেরবার গুলো উদ্ধার করা হয়

বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি চৌকশ বিশেষ টহলদল আমড়াখালী বিজিবি পোস্টে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি মোটরসাইকেলটি কাছাকাছি এলে টহল দল সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবির টহল দলের ভয়ে মোটরসাইকেল ফেলে গ্রামের মধ্য দিয়ে পালিয়ে যায়।  

পরবর্তীতে ওই মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-ল-১৭-৩২৫০) তল্লাশি করে হেডলাইটের কেসিংয়ের ভেতরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য এক কোটি ৬৮ লাখ টাকা এবং মোটরসাইকেলের মূল্য প্রায় দেড় লাখ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ ও মোটরসাইকেলের মূল্য এক কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা।  

উদ্ধার করা মোটরসাইকেল ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা করা হচ্ছে। পরবর্তীতে স্বর্ণের বার ট্রেজারিতে জমা করা হবে।