বেনাপোল সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ছবি- নিউজজোন বিডি

যশোর প্রতিনিধি: ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের কাশিপুর সীমান্ত এলাকার বেংদা থেকে ১০৬টি সোনার বারসহ ১ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী আজ বিকালে বেনাপোল বিজিবি কার্যালয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে ঐ স্থানে অভিযান চালিয়ে ১৯ বছর বয়সী সাজু আহমেদ নামে ওই পাচারকারীকে ১০৬ টি সোনার বার সহ আটক করেন তারা। উদ্ধারকৃত সোনার ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। যার বাজারমূল্য ১০ কোটি ১০ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আটক সাজু জেলার চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।