পাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ২৬ প্রার্থী

পাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ২৬ প্রার্থী

ছবি- নিউজজোন বিডি

পাবিপ্রবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে।এ বছর আবেদন করেছেন মোট ২৩৪১১ জন শিক্ষার্থী। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২৬ জন শিক্ষার্থী।

রোববার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বি খান নিউজ জোন বিডিকে তথ্যটি নিশ্চিত করেছেন।ফজলে রাব্বি খান জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২৩৪১১ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে এ ইউনিটে ১৬৫৪১ জন, বি ইউনিটে ৫০৪৬ জন, সি ইউনিটে ১৮৩৪ জন, আর্কিটেকচার বিভাগের জন্য ৪৮১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

তিনি আরও জানান, আগামী ৪ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এ বছর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে ৯২০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।