কুষ্টিয়ায় ৩৫ লক্ষাধিক নকল বিড়ি জব্দ; গোডাউন সিলগালা

কুষ্টিয়ায় ৩৫ লক্ষাধিক নকল বিড়ি জব্দ; গোডাউন সিলগালা

ছবি- নিউজজোন বিডি

কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় জেলা কাস্টমস ও র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, ব্যান্ডরোল ও নকল বিড়ি তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টা হতে রাত ১২টা পর্যন্ত  কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং র‌্যাব কুষ্টিয়ার আল্লাহর দর্গায় মেসার্স সাদিক এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে জাল ব্যান্ডরোলে তৈরী করা ৩৫ লক্ষ ৬০ হাজার শলাকা ইনতাজ বিড়ি,জামান বিড়ি,সাব্বির বিড়ি এবং সাকিব বিড়ি জব্দ করে। এসময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। 

এই নকল বিড়ি গুলো মার্কেটে ছড়িয়ে পড়লে সরকারের রাজস্ব ক্ষতির পরিমান হতো ১১ লক্ষ ৫৩ হাজার চারশত চল্লিশ টাকা।

র‌্যাব জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত সরকারের নিকট হতে ব্যান্ডরোল না কিনে চোরাইভাবে ব্যান্ডরোল কিনে বিড়িতে ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ এবং কুষ্টিয়া কাস্টমস অভিযান চালিয়ে নকল বিড়ির এই বিশাল চালান জব্দ করা হয় । তাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তারা জানান।