রংপুরের গংগাচড়ায় বিপুল পরিমান অবৈধ আজাদ বিড়ি জব্দ

রংপুরের গংগাচড়ায় বিপুল পরিমান অবৈধ আজাদ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

রংপুরের গংগাচড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আজাদ বিড়ি জব্দ করেছে পুলিশ। সোমবার ভোরে গংগাচড়ার আনুর বাজার মহিপুর নামক স্হানে এসব অবৈধ বিড়ি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল যুক্ত আজাদ বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে গংগাচড়া থানার এস.আই আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম আনুর বাজার মহিপুর নামক স্থানে অভিযান চালায়। এসময় একটি মটরসাইকেল থেকে দুই বস্তা নকল ব্যান্ডরোল যুক্ত আজাদ বিড়ি জব্দ করে পুলিশ। দুই বস্তায় মোট আশি হাজার (৮০,০০০) শলাকা অবৈধ আজাদ বিড়ি ছিল। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এস.আই আব্দুর রউফ জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে।