সিলেটে বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

সিলেটে বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে ছোটারী সেনগ্রামের বিল নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ছোটারী সেনগ্রামের আবদুল খালিক ও হানিফের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিলের দখলকে কেন্দ্র করে আবদুল খালিক ও হানিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের অনেককেই জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়। গুরুতর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।