ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ৩.৭ মিলিয়ন ডলার দেবে জাপান

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ৩.৭ মিলিয়ন ডলার দেবে জাপান

সংগৃহীত

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় ৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান।মঙ্গলবার (২২ নভেম্বর) জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) সঙ্গে জাপানের এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

জানা গেছে, জাপানের এই অর্থ সহায়তা ভাসানচর এলাকার রোহিঙ্গাদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে নারীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা, কিশোর-যুবকদের ক্ষমতায়নে ব্যবহার করা হবে।

এ বিষয়ে বাংলাদেশে ইউএনএফপির প্রতিনিধি ক্রিস্টিন ব্লখুস বলেন, এই উদ্যোগের ফলে ভাসানচরের নারীদের স্বাস্থ্য সুবিধা জোরদারে সক্ষম হব। জাপান সরকারকে ধন্যবাদ।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আমি আশা করি, এই সহায়তা নারীদের সুরক্ষা দেবে। তাদের মর্যাদা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখবে।

রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৭ সালের আগস্টে জরুরি অবস্থার শুরু থেকে জাপান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ১৭৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।