বিশ্বকাপ স্টেডিয়ামের আঙ্গিনায় জুমার নামাজের বিরাট জামাত

বিশ্বকাপ স্টেডিয়ামের আঙ্গিনায় জুমার নামাজের বিরাট জামাত

বিশ্বকাপ স্টেডিয়ামের আঙ্গিনায় জুমার নামাজের বিরাট জামাত

বিশ্বে এই প্রথম বিশ্বকাপ ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরের আঙ্গিনায় বৃহদাকারে আনুষ্ঠানিকভাবে নামাজের জামাত অনুষ্ঠিত হলো। শুক্রবার বিরল এই দৃশ্যের সাক্ষী হলো কাতারের দু’টি স্টেডিয়াম; সেগুলো হলো- আল থুমামা (আস সুমামা) ও আহমাদ বিন আলি স্টেডিয়াম।

আলজাজিরা জানায়, ওই দিন কাতার-সেনেগাল ম্যাচ ও ইরান-ওয়েলস ম্যাচের সময় জুমার নামাজের সময়ের সাথে মিলে যায়। তাই কর্তৃপক্ষ দু’টি স্টেডিয়ামের বাইরেই জুমার নামাজের আয়োজন করে এবং আগে থেকে সেখানে আসা সমর্থক, সাধারণ জনগণ ও নিরাপত্তারক্ষীরা ওই জামাতে অংশ নেয়।

ইতোমধ্যে এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। আল থুমামা স্টেডিয়ামের ভিডিওতে দেখা যাচ্ছে, নির্দিষ্ট স্থানে লাল কার্পেট বিছানো। কার্পেটে বসে নামাজের অপেক্ষা করছেন দর্শক-মুসল্লিরা। পরে আরবিতে খোতবাসহ জুমা আদায় করেন তারা।

একই দৃশ্য দেখা যায় কাতার-সেনেগাল ম্যাচের আগে আহমাদ বিন আলি স্টেডিয়ামেও। যেটি আল রাইয়ান স্টেডিয়াম হিসেবেও পরিচিত। এখানে আরবি খোতবার পর ইংরেজিতেও খোতবা দেয়া হয়। খোতবার বিষয় ছিল- ‘মা-বাবা ও নারীর প্রতি সদাচার ও শ্রমিকের অধিকার।’

সূত্র : আলজাজিরা আরবি