টিসিবিকে সোয়া ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

টিসিবিকে সোয়া ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

ফাইল ছবি

ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে ২৯৮ দশমিক ৯৩ কোটি টাকা। 

বুধবার (৩০ নভেম্বর) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে চলতি বছরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি)’র ৩৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনুমোদিত এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। 

তিনি বলেন, রাষ্ট্র পরিচালিত বাণিজ্য মন্ত্রণালয়াধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মোট ২৯৮ দশমিক ৯৩ কোটি টাকা মূল্যে প্রায় ২ দশমিক ২০ কোটি লিটার সয়াবিন তেল ক্রয় করবে।