আওয়ামী লীগ লুটেরা দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ লুটেরা দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ লুটেরা দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় দুঃস্বপ্ন দেখছে, এই বুঝি তাদের গদি গেল। যেটাকে আমরা বলি 'চোরের মন পুলিশ পুলিশ'। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ নেতারা এখন লুটেরা দলে পরিণত হয়েছে। বাংলার মানুষ কখনো অন্যায় সহ্য করেনি। এখনো করবে না।’শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, ‘আপনারা সরকার। জনগণের পক্ষে থাকা আপনাদের কর্তব্য। আমরা এখানে মঞ্চে যারা বসে আছি, অধিকাংশই মুক্তিযোদ্ধা। ধানের শীষে আজকে রক্ত জমেছে। এই রক্ত পরিষ্কার করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা আন্দোলন শুরু করেছি। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা করবেন এবং তাদের অধীনে সকল দল নির্বাচনে অংশ নেবে। তরুণদের দুর্বার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে বলে আমি আশাবাদী।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদুল টুকু বলেন, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। এই জনগণের ওপরই অত্যাচার করবে, আমরা তা মেনে নেব না। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি। তখনো ভয় পাইনি, এখনো পাব না। মানুষের অধিকার আদায়ের জন্য আবার যুদ্ধ করব। গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তিনি আরো বলেন, ‘আমার পুলিশ, আমার টাকা, আমার দেশ, আমার ওপরই অত্যাচার। আমরা বিজয়ের মাসে এমন আন্দোলন গড়ে তুলব, যা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবে।’এ সময় আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিনা রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।