৬ ঘণ্টা বন্ধ পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

৬ ঘণ্টা বন্ধ পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

 পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা পর  ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে আজ রবিবার সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে দুইটি ফেরি আটকা পড়ে। কনকনে শীতে আটকে পড়া লোকজন চরম দুর্ভোগে পড়েন। উভয় ঘাটে আটকা পরে যাবাহন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে ছয় ঘণ্টা পর ফেরিচলাচল স্বাভাবিক হয়।