কুষ্টিয়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্ভর বিদ্যুৎ সেবার গণশুনানীতে গ্রাহকের সন্তোষ

কুষ্টিয়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্ভর বিদ্যুৎ সেবার  গণশুনানীতে গ্রাহকের সন্তোষ

কুষ্টিয়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্ভর বিদ্যুৎ সেবার গণশুনানীতে গ্রাহকের সন্তোষ

ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোং ওজোপাডিকো কুষ্টিয়ার স্বয়ংক্রিয় প্রযুক্তি নির্ভর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে মানসম্মত গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেছে গ্রাহকগণ।

শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার চালের মোকাম খাজা নগরে চালকল মালিক সমিতির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিল্পপতিদের গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উপসচিব মাসুদা খাতুন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ওজোপাডিকো'র সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের পরিচালক প্রকৌশলী আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী চৌধুরী শবনম-ই-জাহানসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাগণ। এর আগে বিদ্যুৎ বিভাগের এসব কর্মকর্তাগণ বাস্তবায়িত প্রকল্পগুলি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।