নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ

নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ

নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ করা হয়েছে।কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সভায় অংশগ্রহণ করেন।

সভায় সাতক্ষীরা জেলার পোল্ডার নং- ১,২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ঠাকুরগাঁও জেলার তীরনই নদী খনন কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। এছাড়া হাওর বন্যা ব্যবস্থাপনা  এবং জীবন-যাপন উন্নয়ন প্রকল্পের  অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও কর্মকর্তাবৃন্দ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায়  অংশগ্রহণ করেন।

সূত্র : বাসস