গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩০

গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩০

সংগৃহীত

 

মেহেরপুরের কুষ্টিয়া সড়কে পিকনিকের বাস উল্টে ছয় শিশু ও নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল জোড়পুকুড়িয়া মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত দুদু শেখ বলেন, পরিবার ও এলাকার লোকজন নিয়ে মেহেরপুরের রাজনগর গ্রাম থেকে হাসান পরিবহনে নাটোর জেলার লালপুর ড্রিমভ্যালি পার্কে বেড়াতে যাচ্ছিলাম। বাসটি গাংনীর জোড়পুকুরিয়ার কাছে পৌঁছালে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে উল্টে য়ায়। এসময় বাসের মধ্যে থাকা নারী শিশুসহ ৩০ জন আহত হয়েছে। পরে স্থানীয় লেকজন ও গাংনী ফায়ার সার্ভিসের একটি টিম এসে আহতদের উদ্ধার করে।

বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইছাহাক আলী বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করছে পুলিশ।