তিন ফসলি জমি ধ্বংস করা যাবে না : প্রধানমন্ত্রী

তিন ফসলি জমি ধ্বংস করা যাবে না : প্রধানমন্ত্রী

তিন ফসলি জমি ধ্বংস করা যাবে না : প্রধানমন্ত্রী

যেসব জমিতে বছরে তিনটি ফসল রোপণ করা হয় সেসব জমি ধ্বংস না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বাংলাদেশ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তিন ফসলি জমি ধ্বংস করা যাবে না। তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নেয়া যাবে না। বরং এই জমিগুলোকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, সরকার এখন নিয়মিত তিন ফসলি জমি রক্ষার বিষয়টি পর্যবেক্ষণ করবে।বিভিন্ন মন্ত্রণালয় সোলার ইনস্টলেশন ও ভবন নির্মাণের মতো উন্নয়নমূলক কাজে তিন ফসলি জমি ব্যবহারের জন্য কিছু প্রস্তাব পাওয়ার পর এই নির্দেশনা আসে।

সূত্র : ইউএনবি