মেট্রোরেলের তারে ঘুড়ি, সিঙ্গেল লাইনে চলছে ট্রেন

মেট্রোরেলের তারে ঘুড়ি, সিঙ্গেল লাইনে চলছে ট্রেন

ফাইল ছবি

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে থাকায় সিঙ্গেল লাইনেই চলছে উভয়পথের ট্রেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুড়ি সরানোর কাজ করছে। ঘুড়ি সরানো হয়ে গেলে দ্রুতই টেন চলাচল শুরু হবে। কারণ ঘুড়ি সরানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।

নাসির উদ্দিন বলেন, শেষ রাতের দিকে এ ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। এতে কোনো অসুবিধা হচ্ছে না।