হাথুরুর পরিকল্পনা খুবই ভালো: সোহান

হাথুরুর পরিকল্পনা খুবই ভালো: সোহান

ফাইল ছবি

গতকাল রাতেই বাংলাদেশ ক্রিকেটে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগামী মাসেই টাইগারদের তিন ফরম্যাটের অ্যাসাইনম্যান্ট শুরু হচ্ছে হাথুরুর। সেই লক্ষ্যে গতকাল সোমবার রাত ১০ টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।

বিমান বন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের দিকে তাকিয়ে হাত নাড়েন হাথুরুসিংহ। সেসময় সাকিব আল হাসানদের প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশে এসে ভালো লাগছে। বাংলাদেশের মানুষদের সবসময়ই পছন্দ করি, এজন্যই আবার ফিরেছি।’

ঢাকায় পৌঁছানোর ১২ ঘণ্টা না যেতেই আজ মিরপুরে হাজির লঙ্কান এই কোচ। ক্রিকেটারদের থেকে ধরে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ ক্রিকেটাররা নয়া গুরুর আগমনের দিনে অনুশীলন করেছেন। 

অনুশীলন শেষে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান হাথুরুর প্রসঙ্গে বলেন, ‘আলহামদুলিল্লাহ, এসেই সবার সঙ্গে সে (হাথুরু) কথা বলেছে। আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছুই হবে। আমার কাছে মনে হয় অধিকাংশই ওর পরিচিত। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই হবে ইনশাআল্লাহ।’

হাথুরু বাংলাদেশ দল সম্পর্কে হোমওয়ার্ক করে এসেছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘অবশ্যই। আমার কাছে যেটুক মনে হয় ওর (হাথুরু) পরিকল্পনা খুবই ভালো। টেকনিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলো হোমওয়ার্ক করেই এসেছে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে ইনশাআল্লাহ।’ 

হাথুরুর অধীনে বাংলাদেশ সফল ছিল। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ধরে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা সহ বড় বড় দলের বিপক্ষে বড় সাফল্য পেয়েছিল বাংলাদেশ। যার নেপথ্যে ছিলেন হাথুরুসিংহে। 

এবার আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে টাইগার কোচের দ্বিতীয় ইনিংস।