আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সোহেল তানভীর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সোহেল তানভীর

সোহেল তানভীর

দীর্ঘ সময় ধরে পাকিস্তান জাতীয় দলের অংশ ছিলেন না সোহেল তানভীর। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ঘরোয়া লিগে খেললেও জাতীয় দলের জার্সিতে আর তাকে দেখা যায়নি। 

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সোহেল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তানের জার্সিতে তাকে আর দেখা না গেলেও ঘরোয়া লিগগুলোতে আপাতত খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৩০টি উইকেট শিকার করেছেন তানভীর। এর মধ্যে ওয়ানডে ৭১টি, টি-টোয়েন্টিতে ৫৪টি ও টেস্টে ৫টি উইকেট শিকার করেছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অভিজ্ঞতাও রয়েছে তানভীরের। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। সেবার রাজস্থান চ্যাম্পিয়ন হয়েছিল এবং সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন এই পাকিস্তানি পেসার। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ জিতেছিলেন তিনি।