উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরো একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে ১০/১২ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা প্রতিপক্ষ রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে। গুলিতে রফিক নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলে নিহত হয়। রফিক নামে অপর আরেকজনকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুলিবিদ্ধ একজনকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।নিহতদের বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।