চট্টগ্রামে অনিয়মে চার দোকানকে জরিমানা

চট্টগ্রামে অনিয়মে চার দোকানকে জরিমানা

ফাইল ছবি

বেশি দামে পণ্য বিক্রি করায় এবং ক্যামিক্যাল ও পোড়া তেল দিয়ে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শুক্রবার সকালে নগরীর আতুরার ডিপু এলাকায় এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার এবং রানা দেবনাথ।

অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার বলেন, শুক্রবার সকালে আতুরার ডিপু এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্ত অধিকার সংরক্সণ অধিদপ্তর। অভিযানে পোড়া তেল ও ক্যামিকেল দিয়ে রান্না করায় একটি হোটেলকে ১০ হাজার টাকা, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকায় একটি স্টোরকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় সেলিম স্টোরকে ১ হাজার টাকা, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম চিনি বিক্রি করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।