পাহাড়ে হাতির আক্রমণে কৃষক নিহত

পাহাড়ে হাতির আক্রমণে কৃষক নিহত

প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের হালুয়াহাটি গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) বন বিভাগের বালিজুড়ীর রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাণীশিমুল ইউনিয়নের হাতিবর টিলাপাড়া গ্রামের ছামেদ আলীর ছেলে মো. আব্দুল হামিদ (৫০)।

বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্র থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় সীমান্তের ওপার থেকে একদল বন্যহাতি ওই গ্রামের বোরো ধানখেতে নেমে আসে ও পাকা ধান নষ্ট করে। এ সময় সংবাদ পেয়ে এলাকাবাসী লাঠি-মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া করে। পরে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক হামিদ গুরুতর আহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. রবিউল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারকে সরকারি নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।